রিয়েলমি ১৫ সিরিজে রয়েছে নতুন এআই এডিট জিনি ও এআই-সক্ষম ট্রিপল ক্যামেরা। বেস ১৫ মডেলে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা ব্যবহারকারীদের ফোরকে ভিডিও, পোর্ট্রেইট ও ঝকঝকে ছবি তোলার সুযোগ দেবে। রিয়েলমি ১৫ প্রো ফাইভজিতে ৬.৮ ইঞ্চির ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভপ্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ও রেয়ার দুইটি ক্যামেরাতেই ফোরকে ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সিনেমাটিক মানের ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও ১৫ সিরিজে আইপি৬৯ রেটিং ব্যবহার করা হয়েছে। যা পানি ও ধুলাবালি প্রতিরোধে এই খাতের সর্বোচ্চ মানদণ্ড। একইসাথে ১৫ প্রো ডিভাইসটিকে আরও বেশি ডিউরেবল করে তুলতে এতে কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন প্রোটেকটর ব্যবহার করা হয়েছে। রিয়েলমি ১৫ প্রো’তে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে।...