কিশোর, মুসা, রবিন—এই তিনটি নামের একটি যদি হয়ে থাকে তাহলে শৈশবে ফিরুন, খুব বেশি হয়তো মনে করতে হবে না, যেখানে আপনার বন্ধু বা শিক্ষক আপনাকে ডাকছে, ‘কী রে গোয়েন্দা, আজ আবার ফাঁকি?’ হ্যাঁ, বলছিলাম, বাংলার অন্যতম গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দার কথা’। শিশু-কিশোরদের কাছে ব্যাপক জনপ্রিয় এই সিরিজটি হয়ে ওঠে যেন তাদের সূক্ষ্ম বুদ্ধি বিকাশের অন্যতম মাধ্যম। গল্পের প্রতিটি প্লটের বাঁকে বাঁকে টানটান উত্তেজনা যেন নেশা ধরিয়ে দেয় কমলমতিদের। তাই বাবা-মায়ের বকুনিও অনেক ক্ষেত্রে এই সিরিজ পাঠ থেকে বিরত রাখতে পারেনি অনেককে। সেই সিরিজের স্রষ্টা রকিব হাসান আজ আর পৃথিবীর মাঝে নেই। তিনি যাত্রা করেছেন অনন্তের পথে। সেবা প্রকাশনীর ম্যানেজার মো. মমিনুল ইসলামের কাছ থেকে যখন জানতে পারলাম, তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই, তখন আমার ছেলেবেলার বন্ধু রবিন, এলাকার...