ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার হিন্দি ভাষার ব্যবহার নিষিদ্ধ করার জন্য একটি বিল আনার প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতাসীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) দলের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন চলমান রাজ্য বিধানসভার অধিবেশনের শেষ দিনে আইনটি উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।- খবর দ্য ইকোনমিক টাইমসপ্রস্তাবিত এই আইনের লক্ষ্য হলো তামিলনাড়ুজুড়ে হিন্দি ভাষার হোর্ডিং, সাইনবোর্ড ও চলচ্চিত্র নিষিদ্ধ করা।ডিএমকের জ্যেষ্ঠ নেতা টি কে এস এলানগোভন বলেন, ‘আমরা সংবিধানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেব না। আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তবে হিন্দি চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, আমরা সেটার বিরোধী।’অন্যদিকে, বিজেপি নেতা বিনোজ সেলভম বিলটিকে ‘বোকামি ও হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘ভাষাকে রাজনৈতিক হাতিয়ার বানানো উচিত নয়। এ ধরনের পদক্ষেপ রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।’চীনকে ঠেকাতে অভিনব উদ্যোগ ভারতেরসেলভমের অভিযোগ, তিরুপরমকুন্দ্রম, করুর তদন্ত ও আর্মস্ট্রং ইস্যুসহ সম্প্রতি...