পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। তবে তার আকস্মিক অসুস্থতার সঠিক কারণ এখনো জানা যায়নি। বোল নিউজরে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু ছবি ও ভিডিওতে হানিয়াকে বেশ দুর্বল ও ফ্যাকাশে দেখা গেছে। জানা গেছে, তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠানের সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে হাসপাতাল থেকে হানিয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অভিনেত্রীর টিমের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার আনুষ্ঠানিক আপডেট জানার জন্য। ‘মুঝে পেয়ার হুয়া থা’ নাটকের এই তারকা পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৯০ লাখেরও বেশি, যা পাকিস্তানে...