জানুয়ারিতে মেট্রোরেল স্টেশনে চালু হবে বিপণি বিতান। উত্তরা থেকে মতিঝিল রুটের স্টেশনে বরাদ্দ দেওয়া হবে ৩৩টি দোকান। পাওয়া যাবে খাবার, পোশাক ও নিত্যপণ্য। ট্রেনের ভেতরে চলবে ডিজিটাল বিজ্ঞাপন। বাণিজ্যিকভাবে মেট্রো স্টেশন ব্যবহারের সিদ্ধান্তে খুশি নগরবাসী। জানা গেছে, চালু হওয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিল প্রতিদিন চলাচল করে চার লাখের বেশি যাত্রী। এই রুটে স্টেশন রয়েছে ১৭টি। স্টেশনে চালু হয়েছে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ। এবার কেনাকাটারও সুযোগ পাচ্ছেন যাত্রীরা। ডিএমটিসিএল বলছে, শিগ্গিরই মেট্রো স্টেশনে দোকান বরাদ্দ দেওয়া হবে। তবে কেউ গ্যাস সিলিন্ডার বা আগুন ব্যবহার করতে পারবে না। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘আমরা চাইবো যে যেই উদ্দেশে দোকানগুলো নেবে তারা যেন দুই থেকে তিন মাসের মধ্যে রেডি করে যাত্রী সেবা শুরু করতে পারে। অলরেডি স্টেশনে...