পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বুধবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সাদরে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দেশের অভ্যন্তরীণ ও বহিঃনিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ফিল্ড মার্শাল আসিম মুনির সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। তিনি বিশেষভাবে আফগান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার বিষয়টি তুলে ধরেন, যা আফগান তালেবান সরকারের ‘উস্কানিমূলক ও আগ্রাসী কর্মকাণ্ড’ থেকে সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সেনাপ্রধান জানান, পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে হওয়া আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিয়েছে এবং জাতীয় সীমানা রক্ষায় সফল হয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, সতর্কতা ও দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেন। তিনি বলেন, ‘পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যেকোনো মূল্যে প্রতিরক্ষা নিশ্চিত করবে।’ জারদারি আফগান সীমান্তে সেনাদের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন,...