হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। একে রাজনৈতিক স্বার্থে বা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা যাবে না। সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ইসলামী আদর্শ ও সমাজকল্যাণে আজীবন কাজ করে গেছেন। তাদের আদর্শকে ধারন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন বক্তারা। উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওঃ আসয়াদ আল হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা হেফাজতে ইসলামের সিঃ সহ সভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী,...