মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম কিডনি। এটি রক্ত পরিশোধন করে, শরীরের অতিরিক্ত তরল ও বর্জ্য পদার্থ বের করে দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। কিন্তু এই অঙ্গটি যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে শরীর গুরুতর ঝুঁকিতে পড়তে পারে। চিকিৎসকরা তাই পরামর্শ দেন—কিডনির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি এবং এর প্রাথমিক লক্ষণগুলো চিনে রাখাই হলো সুস্থ থাকার প্রথম ধাপ। বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ উপসর্গই ইঙ্গিত দেয় কিডনি ঠিকমতো কাজ করছে না। যেমন— রক্তচাপের পরিবর্তন: হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া বা অস্বাভাবিক ওঠানামা কিডনি সমস্যার ইঙ্গিত হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পা ফুলে যাওয়া: কিছুক্ষণ বসে থাকলেই পায়ের পাতা ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া কিডনি বিকল হওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। মূত্রে ফেনা: প্রস্রাবে অতিরিক্ত ফেনা দেখা গেলে তা...