বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকায় সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল টাকা প্রবেশ করছে—এমন খবর প্রকাশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংক সতর্ক বার্তা জারি করেছে। জনমনে সৃষ্ট বিভ্রান্তি ও উদ্বেগ দূর করতে কেন্দ্রীয় ব্যাংক বুধবার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরামর্শ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক জনগণকে অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, জাল টাকা তৈরি, বহন ও লেনদেন দেশের প্রচলিত আইনে গুরুতর অপরাধ। জাল নোটের প্রচলন রোধে কেন্দ্রীয় ব্যাংক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং জাল নোটের উৎস, প্রবাহ ও ব্যবহার রোধে কঠোর নজরদারি চালাচ্ছে। জাল টাকার ঝুঁকি এড়াতে এবং জনগণকে সতর্ক থাকতে কেন্দ্রীয় ব্যাংক নিম্নলিখিত চারটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে- নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই, নোট গ্রহণের সময় এর জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সূতা, রং...