হংকংয়ের সঙ্গে ফিরতি ম্যাচেও ড্র করে ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বিদায় নিলেও বাংলাদেশ ভালো খেলেছে। বাংলাদেশের জাতীয় দল নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে। এর বড় কারণ হামজা চৌধুরীসহ আরও বেশ কজন প্রবাসী বাংলাদেশি ফুটবলারের লাল-সবুজ জার্সি গায়ে তোলা। এশিয়ান কাপ বাছাইপর্বে চারটি ম্যাচেরই বাংলাদেশের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল। কিন্তু অর্জন বলতে দুটি ড্র থেকে পাওয়া ২ পয়েন্ট। ভারতের বিপক্ষে ভারতে ড্র দিয়ে শুরু করার পর দেশের মাটিতে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হারতে হয়েছে, হংকংয়ে ফিরতি ম্যাচে পেনাল্টি গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র। এশিয়ান কাপ বাছাইপর্ব ও বাংলাদেশের ফুটবল নিয়ে প্রথম আলোর কার্যালয়ে এক আড্ডায় আমন্ত্রিত হয়ে এসেছিলেন জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। তাঁদের সঙ্গে কথা বলেছেন...