সারাদিন নানান কাজে ব্যস্ততা, অপেক্ষার পর প্রিয় মানুষটি সামনে আসলে তার হাত দুটো ধরে ফেলতে চায় সবাই। কিন্তু বাইরে থেকে এসে সঙ্গীর হাত ধরে বা সন্তানকে কোলে নিয়ে তাদের বিপদে ফেলছেন না তো? আমরা দৈনন্দিন জীবনে যে সব জিনিস স্পর্শ করি, তার সঙ্গে অসংখ্য জীবাণু সংযুক্ত থাকে। খালি চোখে তা দেখা যায় না। দরজার হ্যান্ডেল, লিফট বোতাম, মোবাইল ফোন, টাকা বা পাবলিক ট্রান্সপোর্টের রেলিং এই জীবাণু ছড়ানোর প্রধান মাধ্যম। আজ (১৫ অক্টোবর) গ্লোবাল হাত ধোয়া দিবসে জেনে নিন কীভাবে ছোট্ট একটি অভ্যাস আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে জীবাণু থেকে। >> বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, সঠিকভাবে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুলে প্রায় ৯০ শতাংশ জীবাণু ধ্বংস হয়। এতে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য...