চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে কাস্টমস কর্মকর্তারা ৬০,০০০টি মানচিত্র জব্দ করেছেন, যেগুলোতে স্বশাসিত তাইওয়ান দ্বীপকে “ভুলভাবে চিহ্নিত” করা হয়েছে। চীনের দাবি অনুযায়ী, তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ। কর্তৃপক্ষ জানিয়েছে, মানচিত্রগুলোতে দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপগুলো বাদ ফেলা হয়েছে, যে দ্বীপগুলোর ওপর চীনের দাবির সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশগুলোর, যেমন ফিলিপিন্স ও ভিয়েতনামেরও দাবি ছিল। কর্তৃপক্ষ বলছে, “সমস্যা থাকা” এই মানচিত্রগুলো রপ্তানির উদ্দেশ্যে তৈরি হলেও বিক্রি করা যাবে না, কারণ এগুলো “জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা” বিপন্ন করতে পারে। চীনের কাছে মানচিত্র একটি সংবেদনশীল বিষয়। কাস্টমস কর্মকর্তারা বলছেন, চীন যে রেখা বা লাইনের মাধ্যমে দক্ষিণ চীন সাগরে প্রায় পুরো এলাকা নিজেদের বলে দাবি করে আসছে সেই ‘নাইন-ড্যাশ লাইন’ বা ইউ আকৃতির রেখাও মানচিত্রে থাকা আবশ্যক। কিন্তু জব্দ করা মানচিত্রগুলোতে নাইন-ড্যাশ লাইন এবং চীন...