আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান আবারও উঠে এসেছেন ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে। শুধু তাই নয়, অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন আজমতউল্লাহ ওমরজাই। আর ইব্রাহিদ জাদরান ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে উঠেছেন দ্বিতীয় স্থানে। আবুধাবিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পরই আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে এই সুখবর পেয়েছেন তারা। রশিদ শেষবার এক নম্বরে উঠেছিলেন ২০২৪ সালের নভেম্বরে। এবার বাংলাদেশ সিরিজে তিনি ছিলেন ভয়ঙ্কর। তিন ম্যাচে নিয়েছেন ১১ উইকেট, গড় মাত্র ৬.০৯, আর ইকোনমি রেট মাত্র ২.৭৩। তার এই দুর্দান্ত পারফরম্যান্সেই তিনি ষষ্ঠ স্থান থেকে উঠে এসে ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে অবস্থান নিয়েছেন। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে পুরো ৩০ পয়েন্ট এগিয়ে।আরো পড়ুন:এবার বিপিএলে রেভেনিউ শেয়ারিং মডেল, ১৭ নভেম্বর ড্রাফটনোমানের জাদুতে লাহোরে পাকিস্তানের দাপুটে জয় এবার বিপিএলে রেভেনিউ শেয়ারিং মডেল, ১৭...