গাজায় যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা মামলা থেকে সরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা স্পষ্টভাবে জানিয়েছেন, গাজায় জাতিগত নিধনের অভিযোগে করা মামলাটি যুদ্ধবিরতি চুক্তির পরও অব্যাহত থাকবে। মঙ্গলবার (৮ অক্টোবর) কেপটাউনের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে রামাফোসা বলেন, “গাজায় যে শান্তিচুক্তি হয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু এই শান্তি আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার ওপর কোনো প্রভাব ফেলবে না।” ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। মামলায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধন, বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত হামলা, এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা আদালতে ৫০০ পৃষ্ঠার বিস্তারিত নথি জমা দেয়। আইসিজের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ইসরায়েলের পাল্টা যুক্তি জমা দেওয়ার শেষ তারিখ ২০২৬...