আফগানিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে এই প্রথম হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম দুই ম্যাচ হারা বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতে ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ২০০ রানের ব্যবধানে হেরেছে। সিরিজের শেষ ম্যাচে দলের এমন বিপর্যয়ের পরও আইসিসি থেকে সুসংবাদ পেয়েছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। গতকাল একাদশে না থাকলেও প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন এই ডানহাতি পেসার। ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডেতে আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ উন্নতি করেছেন সাকিব। আজ আইসিসির প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে এই তথ্য সামনে উঠে এসেছে। বোলারদের র্যাঙ্কিংয়ে ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯১ থেকে এগিয়ে ৬৭ নম্বর স্থানে উঠে এসেছেন ২২ বছর বয়সী এই পেসার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট...