‘সেফ এক্সিট কারা চাইছেন, শিগগিরই তালিকা প্রকাশ করবে এনসিপি’—এই রকম শিরোনামের একটি খবর নজরে এসেছে (যুগান্তর অনলাইন, ১৪ অক্টোবর ২০২৫)। এরপর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিনও এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যা বলেছেন, তা নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়। তিনি (নাহিদ) নিজেও উপদেষ্টা পরিষদে ছিলেন। সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন। তবে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চান, তাঁদের নামের তালিকা হয়তো তার কাছে আছে।’ (সরকারকে সতর্কবার্তা: কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে সরে পড়তে চান, জাতিকে জানাবে এনসিপি, যুগান্তর অনলাইন ১৪ অক্টোবর ২০২৫) নাহিদ ইসলাম তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন এবং সেফ এক্সিটের কথা ভাবছেন। (উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবতেছে, নাহিদ...