চলমান রাজনীতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলো। এতে বেশ কিছু জরুরি বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে। সোমবার রাতে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি এতে সভাপতিত্ব করেন। বিএনপির অভিযোগ, প্রশাসন ও ভোট সংক্রান্ত কাজে একটি বিশেষ দলের লোকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিতেও পক্ষপাত করা হচ্ছে। ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে যাদের নিয়োগ করা হচ্ছে সেখানে জামায়াতের আধিক্য রয়েছে, এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা। পাশাপাশি দু-একদিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধিদল। সেখানে এ...