টেলিভিশনের প্রতিবেদনে বিয়ে ও স্ত্রীর বিষয় অস্বীকার করেন রিপন। এ বিষয়ে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘দেড় বছর আগে ভাইসাবের (কনটেন্ট ক্রিয়েটর) ভিডিওতে আমি বিয়ে, বউ নিয়ে কথা কইছি। কিন্তু উনারা আমাকে এত জেরা করতেছিল, শেষে আমি তেড়ামি করে বলছি, আমি বিয়া করিনি। এইটা যে আমার জীবনরে এমন করব, তা কল্পনা করিনি।’বাবা-মাকে না দেখার অভিযোগের বিষয়ে রিপন বলেন, ‘একটি আধা পাকা ঘর বানতেছি। কাজ কিন্তু অনেক বাকি। তিনটা রুম, একটায় আমি বউ–বাচ্চা নিয়া থাকুম। আরেকটায় আব্বু-আম্মু থাকবেন। আমি তাঁদের দেখি না কোথায়? কোন মাসে আমি টাকা দিইনি, এটা জিজ্ঞেস করতেন। আপনারা বলতে পারেন, আমার তাঁদের আরও দেখা দরকার, আমি অবশ্যই দেখব। বাপ–মা তো আমার, তাই না?’ পেশা নয়, শখে ভিডিও বানান রিপন। জানান, কনটেন্ট ক্রিয়েশন না করলেও তাঁর জীবন চলবে। প্রথম...