বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ঝকঝকে রাখাটা মোটেই সহজ কাজ নয়। দুবাইয়ের মরুভূমির ধুলো আর আর্দ্রতার মাঝেও ভবনটির চকচকে কাঁচের জানালাগুলো পরিষ্কার রাখতে এক বিশেষজ্ঞ দল বছরের প্রায় পুরো সময়ই ব্যস্ত থাকে। মোট ২৪ হাজার কাঁচের প্যানেল পরিষ্কার করতে কাজ করেন ৩৬ জন পেশাদার উইন্ডো ক্লিনার। একবার সম্পূর্ণ পরিষ্কারের কাজ শেষ করতেই সময় লাগে প্রায় তিন মাস — আর তখনই শুরু হয় পরবর্তী রাউন্ড! বছরে মোট চারবার এই সম্পূর্ণ পরিষ্কার অভিযান পরিচালিত হয়, যাতে ৮২৮ মিটার উচ্চতার এই গগনচুম্বী ভবন সবসময় উজ্জ্বল থাকে। প্রতিটি কর্মী শত শত মিটার উচ্চতা থেকে দড়ি, হারনেস ও নিখুঁত সমন্বয়ের ওপর নির্ভর করে জানালাগুলো পরিষ্কার করেন। প্রচণ্ড রোদ, দমকা হাওয়া ও তীব্র গরমের মধ্যে তারা প্রায়ই ভোরবেলা বা সন্ধ্যার পর কাজ করেন নিরাপত্তা ও আরামের...