বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি এখনো অপূর্ণ রয়েছে। দাবিগুলো নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। সারাদেশে তাদের সমমনা সহকর্মীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা জাতির মেরুদ-। তারা শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। কিন্তু তাদের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন উঠলে তা শিক্ষা ব্যবস্থার সামগ্রিক গুণগত মানের ওপর প্রভাব ফেলে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলে বেতন পেলেও তাদের বাড়ি ভাড়া ভাতা মাত্র ১,০০০ টাকা। সম্প্রতি এই ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে। বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় এটা কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন উঠেছে। মাসিক ৫০০ টাকা চিকিৎসাভাতা এবং উৎসব ভাতার বর্তমান হারও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এটা বাস্তবায়ন করতে হলে বছরে...