আফগানদের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। কোনো ম্যাচেই লড়াই জমিয়ে তুলতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। তবে এই ব্যর্থতার বাইরেও ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ ভালো করেছেন কয়েকজন। সেটির স্বীকৃতি পেলেন তারা। আজ বুধবার (১৫ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে উন্নতি করেছেন পেসার তানজিম হাসান সাকিব, স্পিনার তানভীর ইসলামরা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেছিলন সাকিব। সেটার পুরস্কার হিসেবে ওয়ানডের বোলারদের র্যাঙ্কিং বড় লাফ দিয়েছেন তিনি। ২৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৭ নম্বরে। প্রকাশিত এবারের র্যাঙ্কিংয়েই সবচেয়ে বড় লাফ দিয়েছেন স্পিনার তানভীর। আফগানদের বিপক্ষে তিন ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করেছেন তিনি। সেটির সুবাদে ২৭ ধাপ এগিয়ে প্রথমবার র্যাঙ্কিংয়ের প্রথম একশতে প্রবেশ করেছেন তানভীর। বর্তমানে আছেন...