বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হিংসার রাজনীতি চায়না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম সকল পেশার মানুষ মিলে থাকাটাই হচ্ছে বাংলাদেশ। তিনি পিআর এর দাবিতে আন্দোলনকারী রাজনৈতিকগুলোকে ভাগাভাগি ও বিভাজন সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠন করার আহবান জানান। তিনি আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে, দুপুরে ও বিকালে নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ইউনিয়নে বটতলী হাইস্কুল মাঠে, শুখানপুকুর ইউনিয়নের তেওয়ারীগাঁও হাইস্কুল মাঠে ও বালিয়া ইউনিয়নের কুমারপুর হাইস্কুল মাঠে পৃথক তিনটি সুধী সমাজ, হিন্দু ধর্মালম্বী ও মহিলা এবং শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একই আহবান জানান। তিনি বলেন, ৭১ এর স্বাধীনতা ভুলে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ স্বাধীনতার মাধ্যমে এই দেশকে পেয়েছি। ঠিক একই ভাবে ২৪ এর গণ অভ্যুত্থান আমরা ভুলবোনা কারণ তাদের...