ফ্রন্ট ও রিয়ার উভয় ক্যামেরায় ফোরকে ভিডিও রেকর্ডিং-এর সুবিধা থাকছে ভিভো ভি৬০ লাইটে। এছাড়াও, থাকছে বিশেষ কিছু সুবিধা যা ছবি কে আরও এনহ্যান্স করবে। যেমন, স্মার্ট লাইটিং কন্ট্রোল প্রযুক্তি যা, স্বয়ংক্রিয়ভাবে আলোর রং ঠিক করে সেরা নাইট পোর্ট্রেট অভিজ্ঞতা, মাস্টার পোর্ট্রেট স্টাইল বোকেহতে থাকছে ৩টি ভিন্ন অপশন। এতে আছে এআই ফোর সিজন পোর্ট্রেট, মুহূর্তেই ছবির ব্যাকগ্রাউন্ড পাল্টে দেয় শীত, শরৎ, বসন্ত বা গ্রীষ্মের ভাব। এছাড়াও, ব্যাকগ্রাউন্ড থেকে যেকোনো অনাকাঙ্খিত বস্তু সরাতে আছে উন্নত এআই ইরেজ ৩.০। ১৯৪ গ্রাম হালকা ওজনের ৭.৫৯ মিমি স্লিম ফ্রেম ও ৬.৭৭ ইঞ্চির আল্ট্রা-থিন বেজেল অ্যামোলেড ডিসপ্লের এই ফোনটি টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক দুটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। এতে আরও রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, স্মার্ট কুলিং সিস্টেম, ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট...