দেশে উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্টার নামে অসংখ্য স্বনামধন্য ও প্রাচীন স্কুলকে কলেজে রূপান্তর করা হয়েছে। এমন প্রক্রিয়া শুরু হয়েছে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে। চারদিকে একাধিক অনুমোদিত কলেজ থাকা স্বত্বেও স্কুলকে কলেজ করার পেছনে কী উদ্দেশ্য ছিল তা বলা কঠিন। তবে সত্য যে, কতিপয় স্কুল অ্যান্ড কলেজের বাইরে গিয়ে দেশের শতশত ঐতিহ্যবাহী স্কুলকে উচ্চমাধ্যমিক বিদ্যালয় নাম দিয়ে চালু করা হয়েছে। এটি করা হয়েছে মূলত একই নামে, একই ক্যাম্পাসে এবং একই প্রশাসনিক ছাতার নিচে। এর জন্য মন্ত্রনালয়/বোর্ড থেকে যথারীতি অনুমতি পেয়ে যায়। পরবর্তীতে সাময়িকভাবে একটা টিনশেড ভবন করে নেয় এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ একই স্কুলের ছাত্র ছাত্রীদের বাধ্যগত ভর্তি করিয়ে উচ্চমাধ্যমিক কলেজের যাত্রা শুরু করে। পরে স্হানীয় রাজনীতির ঝান্ডাধারী প্রভাবশালী ব্যক্তিটি এর প্রথম সভাপতি নির্বাচিত হন। তিনিই ধীরে ধীরে অর্থের বিনিময়ে কয়েকজন...