জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)- এর সম্ভাবনা কাজে লাগানো, চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা পরিচালনা করা এবং এ খাতে দক্ষ জনবল তৈরিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। বুধবার (১৫ অক্টোবর) ইউজিসিতে অনুষ্ঠিত ‘জেনারেটিভ এআই ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ আয়োজন করছে। আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া ইউজিসির আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। প্রফেসর সাইদুর রহমান বলেন, বাংলাদেশ ‘ডেটা ড্রাইভেন জেনারেটিভ এআই’- ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।...