নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকায় ছড়িয়ে পড়া "ভারত থেকে বাংলাদেশে জাল টাকা ঢুকছে"— এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক একটি সতর্কতা বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলাদেশ ব্যাংক জানায়, এ ধরনের খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হতে পারে। জনগণ যেন অযথা আতঙ্কিত না হয়, সে জন্য তারা সতর্ক থাকার আহ্বান জানায়। জাল টাকা তৈরি ও লেনদেন একটি ফৌজদারি অপরাধ, এবং বিষয়টি প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়। নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন — জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ইত্যাদি। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, আসল নোট চেনার বিস্তারিত গাইডলাইন পাওয়া...