কর্পোরেট ডেসক্: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গত পাঁচ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ধারাবাহিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে সেরাদের সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউরোমানি এবং ফাইন্যান্সএশিয়া কর্তৃক ২০২৫, ২০২৪ ও ২০২৩ সালে বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে। পাশাপাশি, ইউসিবি ইনভেস্টমেন্ট আরও একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি, যেমন: ফাইন্যান্সএশিয়ার বেস্ট ডিসিএম ও ইসিএম হাউস (২০২৫),দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ফর সুকুক অ্যাডভাইজরি (২০২৫),ইউরোমানি কর্তৃক বেস্ট সিকিউরিটিজ হাউস (২০২৪), এবং দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস পুরস্কার অর্জন করেছে। এর বাইরেও, ইউসিবি ইনভেস্টমেন্ট ২০২৫ সালে ফাইন্যান্সএশিয়ার বেস্ট ডিসিএম ও ইসিএম হাউস, দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড...