বাংলাদেশকে ওয়ানডে হোয়াইটওয়াশে নেতৃত্ব দিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ফিরে এসেছেন আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খান। রশিদ সর্বশেষ এক নম্বর হয়েছিলেন ২০২৪ সালের নভেম্বরে। আবু ধাবিতে অনুষ্ঠিত ওই সিরিজে রশিদ নিয়েছেন ১১ উইকেট, গড় ৬.০৯ এবং ইকোনমি রেট মাত্র ২.৭৩। এর ফলে তিনি ষষ্ঠ স্থান থেকে একলাফে উঠে এসে আবারও শীর্ষে অবস্থান নিলেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭১০, যা দক্ষিণ আফ্রিকার কেশব মাহারাজের চেয়ে ৩০ পয়েন্ট বেশি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেরা ক্রিকেটার ছিলেন ইবরাহিম জাদরান তিন ইনিংসে ২১৩ রান করে ব্যাটাররদের র্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন— যা আফগানিস্তানের ইতিহাসে সর্বোচ্চ। তার রেটিং শুভমান গিলের (১ নম্বর) চেয়ে মাত্র ২০ পয়েন্ট কম এবং রোহিত শর্মার (৩ নম্বর) চেয়ে ৮ পয়েন্ট বেশি। আফগান অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাই ফের ছিনিয়ে নিয়েছেন বিশ্বের এক...