পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন চায় বলে পিআর পদ্ধতি চাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছে এই কারণে যে সকলেই যেন সমান অধিকার নিয়ে যার যার ভোট প্রদান করতে পারে তার অধিকারকে বাস্তবায়ন করতে পারে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের টাউন ক্লাব রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শামীম সাঈদী বলেন, আজ থেকে ৫৪ বছর আগে বাংলাদেশের মাটি ও মানুষের জনগণ যারা কিনা এদেশকে স্বাধীন করেছিল সোনার বাংলা গড়ার লক্ষ্যে সেই স্বাধীনতা আজ অবধি আমরা ভোগ করতে পারিনি। গত ৫৪ বছরে বারবার দেশকে শাসক সমাজ যারা দেশের ক্ষমতায় তারা আমাদেরকে শোষিত...