১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে রশিদ খানকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ এই স্পিনার। ২০২৩ সালে পিঠে অস্ত্রোপচার হয় ২৭ বছর বয়সী এই স্পিনারের। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে তাকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিশ্বকাপের আগে সতর্কতা হিসেবে রশিদকে বিশ্রামের বিষয়টি উল্লেখ করেছে। ঘরোয়া আসরে ভাল খেলায় বেশ কিছু নতুন মুখ নিয়ে আফগানিস্তান দল সাজানো হয়েছে। সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অভিষিক্ত বাঁ-হাতি ফাস্ট বোলার বশির আহমেদ টেস্ট দলে ডাক পেয়েছেন। হাসমাতুল্লাহ শাহিদি টেস্ট দলকে নেতৃত্ব দিবেন। ২০১৭ সালে টেস্ট মর্যাদা প্রাপ্তির পর আফগানিস্তান এ পর্যন্ত মাত্র ১১ টেস্ট...