পাগলা ঘোড়ার দৌঁড় যেন থামছেই না সোনার বাজারে। প্রতিদিনই রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের পেছনে ছুটছে সোনার দাম। বিশেষ করে, গেল এক সপ্তাহে যে হারে মূল্যবান এ ধাতুটির দাম বেড়েছে, এমনটা ইতিহাসে আর কখনও দেখা গেছে কি না, সন্দেহ আছে। সে ধারাবাহিকতায় আরেকটি নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেছে সোনার দাম; তাল মিলিয়ে বেড়েছে আরেক মূল্যবান ধাতু রুপার দামও। বুধবার (১৫ অক্টোবর) ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে সোনার দাম আউন্স প্রতি ৪ হাজার ২০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। খবর রয়টার্সের। এদিন মার্কিন স্পট মার্কেটে সোনার দাম আরও দেড় শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ২০৩ দশমিক ৭৯ ডলার দাঁড়িয়েছে। সেইসঙ্গে ফিউচার মার্কেটে এই দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২২০ দশমিক ২০ ডলার। রয়টার্স বলছে, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা, কেন্দ্রীয়...