জুলাই ২০২৪-এর অভ্যুত্থান ভুক্তভোগীদের জন্য পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তা (এমএইচপিএসএস) জোরদারে উদ্বোধন করা হলো ‘ওয়েলবিইং প্রকল্প’। রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ও হাসপাতাল (এনআইএমএইচ)-এ এ কর্মশালার আয়োজন করে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি)। সহযোগিতায় ছিল ডিগনিটি এবং অর্থায়নে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় (ড্যানিডা)। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের পিতা মাহবুবুর রহমান বশির। তিনি ভুক্তভোগীদের পাশে থাকার দায়িত্বকে মানবিক ও সামাজিক কর্তব্য হিসেবে তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন এইচআরডিসির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুল হক। মানসিক স্বাস্থ্য সমস্যার চিত্র উপস্থাপন করেন সংস্থাটির পরিচালক মোঃ জিয়ানুর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যান্ডার্স কার্লসেন, বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের উপ-প্রধান। তিনি বলেন, সংঘাত-প্রভাবিত মানুষের জন্য এমএইচপিএসএস সেবা ও পুনর্বাসনে ডেনমার্কের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের...