কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং আশ্রয়দাতা কমিউনিটিতে মাতৃ ও নবজাতকের মৃত্যুরোধে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) এবং ইউরোপীয় ইউনিয়ন হিউম্যানিটারিয়ান এইড। বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনএফপিএ'র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের কাছে অত্যাবশ্যকীয় পণ্যের প্রথম চালানটি হস্তান্তর করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালে ক্যাম্পগুলোতে ৪৬টি মাতৃমৃত্যু রেকর্ড করা হয়েছিল। ২০২১ সাল থেকে মাতৃমৃত্যুর হার ৪৫ শতাংশ হ্রাস সত্ত্বেও প্রতি মাসে গড়ে ৩ থেকে ৫ জন মা গর্ভাবস্থা সম্পর্কিত জটিলতায় মারা যাচ্ছেন। এতে বলা হয়, গুরুত্বপূর্ণ এই চিকিৎসা সামগ্রী রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালে সরবরাহ করা হয়েছে। এই হাসপাতাল থেকে ৩৩টি শরণার্থী ক্যাম্পের নারীদের সেবা দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে ইউএনএফপিএ’র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘ইইউ এবং ইউএনএফপিএর মধ্যে...