শুধু রাজনৈতিক ময়দান নয়, এখন ডোনাল্ড ট্রাম্পের হুমকি-ধামকি চলছে খেলার মাঠেও। বিশ্বকাপ ফুটবল নিযে মঙ্গলবার এক বিস্ময়কর মন্তব্যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বলেছেন, বোস্টনে নির্ধারিত ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। যদিও নিরাপত্তা ইস্যুকেই বড় করে দেখছেন তিনি। বলেছেন, ‘যদি শহরের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে না আসে।’ বোস্টনের উপকণ্ঠে অবস্থিত জিলেট স্টেডিয়ামে বিশ্বকাপের সাতটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এটি এনএফএল ক্লাব নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মাঠ এবং বোস্টন শহর থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত। ট্রাম্প বলেন, ‘আমরা এই ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, আমি জানি টিকিটগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু আপনাদের মেয়র ভালো নন।’ তিনি আরও দাবি করেন, ‘বোস্টনের কিছু অংশ দখল হয়ে গেছে।’ তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তিনি দেননি। ট্রাম্প যোগ করেন, ‘আমরা...