আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজেভাবে হারে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে সিরিজ জিতলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ওয়ানডেতে। হোয়াইটওয়াশ হওয়া সিরিজে মলিন ছিল টাইগার ক্রিকেটারদের পারফরম্যান্স। আর সেটিরই প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে। বুধবার (১৫ অক্টোবর) নতুন হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আফগান সিরিজে বল হাতে মলিন ছিলেন দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাদের পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। ১১ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন তাসকিন, অন্যদিকে সমান ১১ ধাপ পিছিয়েছেন মুস্তাফিজুর রহমানও। ৪৬৮ রেটিং নিয়ে তার অবস্থান এখন ৫৬তম।তাসকিন-মুস্তাফিজদের র্যাংকিংয়ে অবনতি হলেও উন্নতি হয়েছে তানজিম সাকিব ও তানভির ইসলামের। ২৪ ধাপ এগিয়ে ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন সাকিব। ২৭ ধাপ এগিয়ে ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭তম অবস্থানে আছেন তানভির। উন্নতি হয়েছে অধিনায়ক...