
‘চড়া’ পারিশ্রমিক ও ৮ ঘণ্টার কাজের শিফট নিয়ে হিন্দি সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে আলোচনার মধ্যে অভিষেক বচ্চনের একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যেখানে তিনি অক্ষয় কুমারের ৮ ঘণ্টার কাজের শিফট নিয়ে কথা বলছেন। ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’ লিখেছে, ভিডিওটি ‘দ্য কপিল শর্মা শোয়ের’ একটি পর্বের। যেখানে অভিষেক বলেন, “শুটিংয়ে প্যাক আপ বলতেই যিনি সবচেয়ে বেশি খুশি হন, তিনি হলেন অক্ষয় কুমার। আট ঘণ্টার বেশি কাজ তার ধাতে নেই।” অক্ষয়ের কাজ করা পদ্ধতি বর্ণনায় অভিষেক বলেছেন, অক্ষয় সকাল ৭টায় সেটে পা রাখেন, আর সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় মিটার। “আট ঘণ্টা মানে, সময় শেষ হলেই মাঝখানে শট চলাকালীনই কাজ বন্ধ করে দেবে, তার পর পোশাক বদলে নিয়ে, মেকআপ তুলে চলে যাবে।” ‘চড়া’ পারিশ্রমিক ও কর্মঘণ্টা নিয়ে শর্ত বেঁধে দেওয়ার...