নিজস্ব প্রতিবেদক: সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাঠগড়ায় দৃষ্টান্তমূলক মামলা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তখন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি তাকে সাহস দিয়ে বললেন, “বুকে বল রাখেন, মনোবল হারাবেন না। আল্লাহ ভরসা।” একই সময়ে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, “এভাবে ওঠানো-নামানোর নাটক কবে শেষ হবে এদের।” বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে জুলাই-আগস্ট আন্দোলন সংক্রান্ত সাতটি মানবতাবিরোধী মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কড়া নিরাপত্তায় তাদের কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ থেকে আনা হয় এবং আদালতে বিভিন্ন সময় তাদের শুনানি হয়। ট্রাইব্যুনালের কাঠগড়ায় বসে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মামলার প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দুই...