কোনো এক সময় চলচ্চিত্র শিল্পী সমিতিতে তারকাদের আড্ডা জমত। এখানে, সেখানে নিয়মিত দেখা হতো ঢালিউড তারকাদের। মুহূর্তের নানা গল্পে জমে যেত আড্ডা। তেমনই আড্ডা জমে গেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তারকাদের ভাষ্যে, এ যেন ঢাকার শিল্পী সমিতির মতোই আড্ডায় হারিয়ে যাওয়া। এক খল অভিনেতার মুখোমুখি হয়েছিলেন ঢালিউডের ৪ নায়ক। এই আড্ডায় ছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ। নায়কদের মধ্যে ছিলেন আমিন খান, জায়েদ খান, আলেকজান্ডার বো ও মামনুন ইমন। জায়েদ খান যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে জানান, শিল্পী সমিতির নেতা থাকার সময়ে প্রায় নবীন–প্রবীণসহ সব বয়সী তারকাকে এক করতেন। জমিয়ে তুলতেন আড্ডা। এতে শিল্পীদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হতো। সবার সঙ্গে যোগাযোগ থাকত। কিন্তু দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার কারণে তাঁরা সবাই সেই আড্ডাটা খুব মিস করেন। ‘ঢালিউড তারকাদের অনেকেই রয়েছেন যুক্তরাষ্ট্রে। কেউ কেউ...