বিখ্যাত কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর লেখক রকিব হাসান আর নেই। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। চ্যানেল আই অনলাইনকে লেখকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর, যিনি প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী। মাসুমা মায়মুর জানান, রকিব হাসান নিয়মিত ডায়ালাইসিস করাতেন। প্রতি সপ্তাহে কয়েকবার তাকে হাসপাতালে নিতে হতো। বুধবারও নিয়মমতো ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয়। কিন্তু প্রক্রিয়া চলাকালীন সময়ে হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, এবং সেখানেই বিকেল প্রায় ৪টার দিকে তাঁর জীবনাবসান ঘটে। তিনি আরও জানান, পারিবারিকভাবে রাতেই দাফনের পরিকল্পনা রয়েছে, তবে সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। রকিব হাসানের দাফন তাঁর স্ত্রীর কবরের পাশে হতে পারে বলে...