লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দারুণ বোলিং প্রদর্শনীতে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৮৩ রানে। পাকিস্তানের হয়ে বল হাতে আলো ছড়ান নোমান আলী ও শাহীন শাহ আফ্রিদি। দুজনেই নিয়েছেন চারটি করে উইকেট। দুটি নিয়েছেন সাজিদ খান। গতকাল খেলতে নেমেই শুরুতে চাপে পড়ে প্রোটিয়ারা। দলের স্কোর যখন ১৩ অধিনায়ক এইডেন মারক্রামকে মাত্র ৩ রানে ফিরিয়ে দেন নোমান। অল্প সময়ের ব্যবধানে ভিয়ান মুল্ডারকেও (০) আউট করে দ্বিতীয় আঘাত হানেন তিনি। কিছুটা প্রতিরোধ গড়েন রায়ান রিকেলটন ও টনি ডি জর্জি। তারা তৃতীয় উইকেটে গড়েন ৩৩ রানের জুটি। ২ উইকেটে ৫১ রানের স্কোর নিয়ে আজ চতুর্থ দিন খেলতে নেমেছিলেন রিকেলটন ও টনি। কিন্তু প্রথম ওভারেই আঘাত হানেন শাহীন আফ্রিদি।...