ভারতের বরেণ্য সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে। এ গায়কের মৃত্যু মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, নন্দেশ্বর বরা ও প্রবীণ বৈশ্য। বুধবার (১৫ অক্টোবর) বিকালে গ্রেপ্তারকৃতদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাকসা ডিস্ট্রিক্ট জেলে আনা হয়। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কারণ জুবিনের ক্ষুব্ধ ভক্ত ও স্থানীয়রা অভিযুক্তদের “জনতার হাতে তুলে দেওয়ার” দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন।আরো পড়ুন:দে দে পেয়ার দে টু: টাবুকে খুঁজছেন ভক্তরা, যা বললেন অজয়অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন দে দে পেয়ার দে টু: টাবুকে খুঁজছেন ভক্তরা, যা বললেন অজয় দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভকারীরা চিৎকার করে বলছিলেন, “আমরা ওদের এখানে চাই না। ওদের ভেতরে রেখো না। আমাদের হাতে তুলে দাও।” জুবিনের মৃত্যুর পর থেকে...