প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া বিষয়ে সর্বসাধারণের কাছ থেকে ছয় হাজারেরও বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাবিদ ও সাধারণ নাগরিকদের কাছ থেকে পাওয়া এসব মতামতে যেমন গঠনমূলক পরামর্শ এসেছে তেমনি কয়েকটি বিষয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।এসব প্রাপ্ত মতামত ও পরামর্শগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা ও বিশ্লেষণ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এতে বলা হয়, মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের যৌক্তিক চাহিদা পূরণে কার্যকর উদ্যোগের অংশ হিসেবেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অধ্যাদেশের খসড়া প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়, যার ওপর ভিত্তি করেই মতামত আহ্বান করা হয়েছিল।ব্লকেড উঠিয়ে নতুন কর্মসূচির ঘোষণা শিক্ষকদেরমন্ত্রণালয় জানায়, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এই...