বিপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তার মেঘ সরে যায়নি পুরোপুরি। তবে সেই আঁধার সরিয়ে আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিসিবি। সম্ভাব্য নানা প্রক্রিয়া তারা এগিয়ে নিচ্ছে। প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য একটি দিন ঠিক করা হয়েছে। আগেরবারের চেয়ে কিছুটা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজমানি ঠিক করা হয়েছে। আরেকটি বড় সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। বহুদিন ধরে আলোচনার পর অবশেষে এবার রাজস্বের ভাগ দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে বুধবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি বিপিএলে নিয়ে নানা পরিকল্পনা ও সিদ্ধান্তগুলোর কথা জানান বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। গত ৬ অক্টোবর বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর প্রথম সভাতেই সিদ্ধান্ত হয়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চান তারা। সামনে সময় যদিও খুবই কম, তবু চ্যালেঞ্জটা...