বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীসহ অন্যান্য শিক্ষক নেতাদের নেতৃত্বে শাহবাগ থেকে শহীদ মিনারে ফিরতে থাকেন আন্দোলনকারীরা। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শাহবাগ অবরোধ শেষ করে শিক্ষকরা ফিরছেন শহীদ মিনারে। সেখানে অবস্থান কর্মসূচি চলবে। সেখান থেকেই শিক্ষক নেতারা সিদ্ধান্ত নেবেন কালকের কর্মসূচির। অবস্থান কর্মসূচির মধ্যে যমুনায় যাওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।’ এর আগে, বুধবার দুপুর দুইটার দিকে শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষকেরা। বিকাল পৌনে পাঁচটার দিকে শাহবাগ ছেড়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফেরেন। অন্যদিকে, সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তি শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা জানান, এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা...