‘সোলজার’ ছবির মাধ্যমে প্রথমবার শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ‘ঘানি’, ‘আমার বন্ধু রাশেদ’-খ্যাত অভিনেতা আরমান পারভেজ মুরাদ। শাকিবের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করে রীতিমত মুগ্ধ হয়ে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মুরাদ। তিনি জানান, সোলজারে কর্নেল খালেদ চরিত্রে অভিনয় করছেন। সোলজারদের বস! চলচ্চিত্রে এমন চরিত্র পাওয়াটাও সুযোগের ব্যাপার। শাকিব খানের শুটিং অভিজ্ঞতা জানিয়ে আরমান পারভেজ মুরাদ বলেন, শুটিংয়ের আগে শাকিবের সঙ্গে রিহার্সেল করেছি। যতক্ষণ পর্যন্ত তার পছন্দ হচ্ছে না সে কাজ করে যাচ্ছে। কোনো ক্লান্তি নেই। শুটিং সেটে শাকিব শট দিলে যেন তার চেহারার মধ্যে আলাদা আলো ছড়িয়ে যায়। এই ব্যাপারটা আমার দারুণ লেগেছে। আমি আশা করবো, যারা জুনিয়র আছেন তারা যেন শাকিবকে অনুসরণ করে, তাহলে বুঝতে পারবে শিল্পীর দায়িত্বটা কী! শাকিবকে মানুষ যেভাবে টিকিট কেটে সিনেমা দেখতে যায়,...