ফিফা র্যাঙ্কিংয়ে ২১০তম এবং সর্বশেষ স্থানে থাকা দেশ সান মারিনো। শেষ ২০ বছরে তারা জিতেছে কেবল দুই ম্যাচ, দুটিই লিচেনস্টেইনের বিপক্ষে। উয়েফা নেশনস লিগের ওই দুই জয় এখন সান মারিনোর সামনে খুলে দিতে পারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপের দুয়ার। বিশ্বকাপে খেলার গাণিতিক সম্ভাবনা টিকিয়ে রাখতে আগামী ১৯ নভেম্বর ‘এইচ’ গ্রুপের দল রোমানিয়ার আতিথেয়তা নেবে সান মারিনো। সেই ম্যাচে আবার হারতে হবে তাদের। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম অনুযায়ী, ইউরোপীয় অঞ্চল থেকে ১৬টি দল বিশ্বকাপে জায়গা করবে। প্রথমপর্বে ১২টি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলো সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। বাকি চার দল জায়গা করবে বাছাইয়ের দ্বিতীয় পর্ব- প্লে অফ খেলে। প্রথমপর্বের ১২ গ্রুপের রানার্সআপ দল খেলবে প্লে-অফে। প্রতিটি গ্রুপের রানার্সআপদের সঙ্গে প্লে-অফে যোগ দেবে সেই চারটি দল,...