নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম প্রভাবশালী পাসপোর্ট র্যাংকিং ‘হেনলি পাসপোর্ট সূচকে’ বাংলাদেশের অবস্থান আরও নিচে নেমে গেছে। সদ্য প্রকাশিত তালিকায় দেখা গেছে, বাংলাদেশের বর্তমান অবস্থান ১০০তম, যেখানে গত জুলাইয়ে ছিল ৯৪তম। লন্ডন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এই সূচক তৈরি করে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA-র (International Air Transport Association) তথ্যের ভিত্তিতে। এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে বিনা ভিসায় ভ্রমণযোগ্য দেশের সংখ্যা অনুযায়ী পাসপোর্টের শক্তি নির্ধারণ করা হয়। পাসপোর্ট সূচকে শক্তিশালী মানে— সেই দেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন, তার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। যেই দেশের পাসপোর্টধারীরা বেশি দেশে সহজে প্রবেশ করতে পারেন, তাদের পাসপোর্ট তত ‘শক্তিশালী’ বিবেচিত হয়। তালিকায় দেখা গেছে, বাংলাদেশের অবস্থান এখন...