নেতৃত্বের গুরুদায়িত্ব এখন আর কাঁধে নেই। ‘নির্ভার’ জো রুটের কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে সময়টা দুর্দান্ত কাটছে। আসছে অ্যাশেজ সিরিজেও ব্যাট হাতে আলো ছড়াতে আত্মবিশ্বাসী তিনি। অস্ট্রেলিয়ায় এবার সেঞ্চুরি-খরা কাটাতেও নিজেকে প্রস্তুত মনে করছেন ইংলিশ ব্যাটিং গ্রেট। টেস্টে এখন পর্যন্ত ৩৯টি সেঞ্চুরি করেছেন রুট। সাদা পোশাকে খেলা বেশিরভাগ দেশেই তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ ইনিংস ব্যাটিং করে একবারও এই স্বাদ পাওয়া হয়নি তার। এবার সেই অপেক্ষা ঘোচাতে তৈরি রুট। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ায় আসন্ন অ্যাশেজ সিরিজে খেলবেন রুট। পাঁচ ম্যাচের ঐতিহ্যবাহী সিরিজটি শুরু হবে আগামী ২১ নভেম্বর, পার্থে। ক্যারিয়ারে এর আগে তিন দফায় অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছেন রুট। কিন্তু একবারও নিজের সেরাটা দিতে পারেননি তিনি। সব মিলিয়ে তাসমান সাগর পারের দেশটিতে ১৪ টেস্ট খেলে ৯...