মাত্র দুই মাসের প্রস্তুতিতে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অন্তত পাঁচ দল নিয়েও বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দল চেয়ে বিসিবি দরপত্র আহ্বানও করেছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করতে বলা হয়েছে। এই প্রক্রিয়া শেষ হবে ২৮ অক্টোবর। তারপর চলবে আবেদন পরখ করা, আর্থিক সক্ষমতা ও মালিকানার বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া। এরপর ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হবে।আরো পড়ুন:বিপিএলে দল কেনা যাবে নোয়াখালী-ময়মনসিংহ নামেডিসেম্বরে বিপিএল আয়োজনে আইএমজি, হবে ছয় দল নিয়ে তারপর প্লেয়ার্স ড্রাফট। এরপর মাঠের আয়োজন। তবে দল খোঁজার প্রক্রিয়া শেষ না হলে কিছুই এগোবে না। তবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে সুযোগ-সুবিধা দিতে এবার শুরু থেকেই উৎগ্রীব বিসিবি। এজন্য রেভেনিউ শেয়ারিং মডেল দাঁড় করিয়েছে তারা। সেই মডেল সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার...