ভূমধ্যসাগরের হৃদয়ে বিস্তৃত ক্রিট (Crete) কেবল একটি দ্বীপ নয়—এটি যেন সভ্যতার প্রথম নিশ্বাস, মানবতার প্রারম্ভিক গাথা। এখানেই প্রায় চার হাজার বছর আগে বিকশিত হয়েছিল মিনোয়ান সভ্যতা (Minoan Civilization), যা মানব ইতিহাসে প্রথম নগরসভ্যতা হিসেবে স্বীকৃত। খ্রিস্টপূর্ব ২৭০০ থেকে ১৪৫০ সালের মধ্যে গড়ে ওঠা এই সভ্যতা ছিল উন্নত নগর পরিকল্পনা, নান্দনিক স্থাপত্য যেমন কনোসোস প্যালেস, সুবিন্যস্ত অর্থনীতি, নারী–পুরুষের সমঅধিকার এবং শিল্প–সংস্কৃতির দীপ্ত বিকাশের এক জীবন্ত দলিল। আজও ক্রিট আমাদের মনে করিয়ে দেয়—সভ্যতা মানে কেবল ইট-পাথরের নিপুণতা নয়, বরং মানুষ ও প্রকৃতির, সংস্কৃতি ও নৈতিকতার এক সুরেলা সহাবস্থান। এখান থেকেই ইউরোপের শিল্প, রাজনীতি, দর্শন ও নান্দনিকতার সূচনা। গবেষকদের কাছে ক্রিট যেন এক জীবন্ত সময়যন্ত্র, যেখানে ইতিহাস ও ভবিষ্যৎ হাত ধরাধরি করে হাঁটে। মিনোয়ানদের জীবনযাপন, প্রকৃতির সঙ্গে তাদের সহাবস্থান, আজকের পরিবেশ–চেতনারও এক প্রাচীন...